নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহামেদ বাবুল বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই ৩১ দফাকে ভালোভাবে বুঝে বাস্তবায়ন করতে পারলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও বিকেলে বন্দর এলাকায় সমাবেশে অংশ নেন।
বাবুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ সেই অধিকার ফিরে পাবে। আমাদের দলের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ৩১ দফায় উল্লেখ আছে—কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এতে বোঝা যায়, তারেক রহমান ক্ষমতালোভী নন, বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তাঁর লক্ষ্য।
লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন বন্দর এলাকা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল