চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন, সাগর সর্দার (৩৮), রুবেল সর্দার (৩৪), শাহাদাত হোসেন রিপন (৩৬) ও মো.জাফর (৪৫)।
বুধবার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে মধ্যম মোহরা এলাকার কাশেম কলোনির একটি টিনশেড ভাড়া বাসা থেকে ৩টি ট্রাভেল ব্যাগ ও ১টি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ কৌশলে রাখা ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসার কথা জানায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন