চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একনলা পাইপগান উদ্ধার করেছে র্যাব-৭। ৮ জুলাই রাতে উপজেলার নোয়াপাড়ার পালোয়ান পাড়া এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার র্যাব-৭ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৭ এর জানানো হয়েছে, অভিযানের সময় রাস্তার পাশে ঝোপঝাড় থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি পাওয়া যায়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম