চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ পণ্যসহ তিন যাত্রীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিমানবন্দর কাস্টমস, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিমানবাহিনীর যৌথ টাস্কফোর্স। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আবুধাবি থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম নামের তিন যাত্রী চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষে গ্রীন চ্যানেল অতিক্রমের সময় কর্তব্যরত নিরাপত্তা বাহিনী তাদের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ পণ্য জব্দ করে।
উদ্ধার করা মালামালের মধ্যে ছিল
- ২,৫০০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম
- ১০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট
- ৭টি মোবাইল ফোন
- ১টি ল্যাপটপ
সব মিলিয়ে এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, “যৌথ অভিযানে তিন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। যেহেতু তারা প্রথমবার এমন অপরাধে অভিযুক্ত, তাই মালামাল জব্দ করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক