আন্তর্জাতিক ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে টানা ১৩ ম্যাচে টস হেরেছে ভারত। বৃহস্পতিবার থেকে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে টস হেরে এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ড দখলে নিল ভারত। এতদিন এ রেকর্ডের মালিক ছিল ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হেরে রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
গত ৩১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের কোনো ম্যাচে টস জিততে পারেনি ভারত। ইংল্যান্ডের বিপক্ষেই পুনেতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের টস হারের যাত্রা শুরু হয়।
এ বছর ওয়ানডে ক্রিকেটে একনাগাড়ে সবচেয়ে বেশি ম্যাচে টস হারের বিশ্বরেকর্ডের মালিক হয় ভারত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে টস হারের যাত্রা শুরু হয় ভারতের।
বিডি-প্রতিদিন/বাজিত