প্রকৃতির প্রতি ভালোবাসা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় এ সবুজ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক।
আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, শিক্ষক জসীম উদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য শীল ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফখরুল ইসলাম।
আলোচনা শেষে বিদ্যালয় মাঠে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ‘আজকের একটি গাছ আগামী দিনের প্রাণরক্ষা করতে পারে। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে একটি নির্মল পৃথিবী উপহার দিতে হলে এখনই আমাদের এগিয়ে আসতে হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ