চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রাশেদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দিবাগত রাত ১০টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা এই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে রাশেদার স্বামী গুরা মিয়াকে গ্রেপ্তার করেছে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। একারণে সন্দেহভাজন আসামি হিসেবে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম