চট্টগ্রামে স্বতন্ত্র ‘আই ইনস্টিটিউট’ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে।
রবিবার দুপুরে নগরের সিএলএফ কমপ্লেক্সের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর গভর্নর (২০২৪-২৫) লায়ন কোহিনুর কামাল এ ঘোষণা দেন। এ বছর লায়ন্স জেলা ৩১৫-বি৪ ‘যত্নের ছায়া ছড়ায় মায়া’ শীর্ষক স্লোগান নিয়ে বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
লায়ন কোহিনুর কামাল বলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবনকে ঘিরে ১৫ বছর মেয়াদী একটি মাস্টারপ্ল্যান গ্রহণের প্রক্রিয়া চলছে। এটি বাস্তবায়ন হলে দেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করবে।
তিনি বলেন, আই ইনস্টিটিউটের মাধ্যমে শুধুমাত্র চিকিৎসাই নয়, তৈরি হবে দক্ষ আই স্পেশালিস্ট, নিয়োগ পাবেন স্থানীয় অনেক বেকার যুবক। এ বছর ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হবে। অন্যদিকে, লায়ন্স চক্ষু হাসপাতালের আওতায় চট্টগ্রামের ১৫টি উপজেলায় একাধিক আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে ৮ হাজার ৬৩৯ জন গরিব রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ডিটিই ক্যাম্পের মাধ্যমে ওষুধ বিতরণসহ চক্ষু পরীক্ষা ও অন্যান্য চিকিৎসাও করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মাল্টিপল জেলা ৩১৫-এর অধীনস্থ ৬টি লায়ন্স জেলায় বর্তমানে ৯১৯টি ক্লাবের মাধ্যমে ২৪ হাজার ৪১৮ জন লায়ন সদস্য সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত। এর মধ্যে চট্টগ্রাম ভিত্তিক লায়ন্স জেলা ৩১৫-বি৪-ই একমাত্র জেলা যা ঢাকার বাইরে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এই জেলায় ৯৬টি ক্লাবের মাধ্যমে ৩ হাজার ৩৬৮ জন লায়ন সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন।
অন্যান্য প্রকল্প ও কর্মসূচীর মধ্যে আছে ক্ষুধা নিবারণ কর্মসূচী, ডায়াবেটিস সচেতনতা কর্মসূচী, তরুণদের জন্য কার্যক্রম, শিক্ষা সামগ্রী বিতরণ, খৎনা ক্যাম্প, নতুন ক্লাব প্রতিষ্ঠা, সাদাছড়ি দিবস উদযাপন. লায়ন্স সেবা পদক প্রদান, দরিদ্র পরিবারের সন্তানদের জন্য লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট গঠন, লায়ন্স ডেভলপমেন্ট ট্রাস্ট, লায়ন্স ওয়েলফেয়ার ফান্ড গঠন।
রিজিয়ন চেয়ারপারসন ও হেডকোয়ার্টার চেয়ারম্যান (প্রেস কমিটি) লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথম ভাইস চেয়ারম্যান লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ অপু, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার লায়ন ইমতিয়াজুল ইসলাম, ২৮তম বার্ষিক জেলা সম্মেলনের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম, সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদ, ট্রেজারার লায়ন এম এইচ শাহ বেলাল, সংবাদ সম্মেলন ট্রেজারার লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, সদস্য লায়ন জসিম উদ্দিন, নুরুল আবছার ও লায়ন সেলিম রেজা চৌধুরী। সিনিয়র লায়নবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন পারভীন মাহমুদ এফসিএ, লায়ন ওসমান গণি এমজেএফ, লায়ন এম এস আই ভুইয়া, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন শাখাওয়াত আলী, লায়ন সারওয়ার মিক্সিম, লায়ন তাহের আহমেদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন