চট্টগ্রামে ‘ভয়েস ফর চেইঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খান ফাউন্ডেশনের উদ্যোগ ও উন্নয়ন সংগঠন ইলমার সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নারীনেত্রী জেসমিন সুলতানা পারু।
‘ভয়েস ফর চেইঞ্জ : এমপাওয়ার সিটিজেন ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড জেন্ডার ইকুইলিটি’ শীর্ষক কর্মসূচির আওতায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারী মো. মোর্শেদ আলম, খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. মজিবুর রহমান ও প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা ও বিলকিস সুলতানা। উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা সপ্তক, তাড়না, প্রত্যয়, নীলাম্বর, সিএসডিএফ, এসডিএস, স্বপ্নছায়া, সৌরিতা, সমতা, লাভ দ্য চিলড্রেন, ইলমা, আইএসডিই, ওডব্লিউডিইবি ও এডাব এর প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের বহুমাত্রিক বৈশিষ্ট্য আছে। তাই একটি দেশে গণতন্ত্র পরিপূর্ণ মাত্রায় বাস্তবায়ন হলে, সামগ্রিক ক্ষেত্রের উন্নয়ন তরান্বিত হয়। একই সঙ্গে একটি দেশের এগিয়ে চলার অন্যতম পূর্বশর্ত হল সুশাসন। সুশাসন থাকলে দেশ সামনের দিকে এগিয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল