চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, বন্দর নিয়ে ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) প্রাইভেটাইজেশন প্রক্রিয়ার বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর শাখার উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সম্পাদক মোজাহের হোসেন। উপস্থিত ছিলেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, বন্দর শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবীর, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হারুন প্রমুখ।
বিএনপি নেতা নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরকে যারা বিদেশিদের হাতে তুলে দিতে চান, তাদের মধ্যে অন্যতম ছিলেন পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা। তিনি এরই মধ্যে বন্দরের অর্থায়নে নির্মিত একটি ইয়ার্ডকে সৌদি আরবের হাতে তুলে দিয়েছেন। এনসিটিকে দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার আরেকটা ষড়যন্ত্র তিনি করেছেন।
নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সম্পদ, চট্টগ্রামের গর্ব। এই গর্ব ও অহংকারের জায়গায় যদি কেউ হাত দেন, তাহলে ভালো হবে না। বন্দর যদি কোনো কারণে অচল হয় বা বন্ধ হয়, দেশের অর্থনীতি যদি কোনো কারণে স্থবির হয়ে যায়, তাহলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, বন্দর শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করতে হবে। সিবিএ নির্বাচন দিতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল