চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত শনিবার (১৭ মে) একটি আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এরপর ভিডিও লাইভে এসে লিজার বহিষ্কারাদেশ সংগঠনের নিয়মবহির্ভূত বলে দাবি জানান। তার দাবি, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তাছাড়া আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণাদি উপস্থাপন করা হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন