খাল পরিষ্কারে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রবিবার নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র জানায়, নগরীর বিভিন্ন ছড়া ও খালে ময়লার স্তুপ জমে থাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এছাড়া আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে সিসিক ছড়া ও খাল পরিষ্কারে নেমেছে।
সিসিক সূত্র জানায়, সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে দিয়ে প্রতিদিন শত শত লোক হাঁটাচলা করেন। কিন্তু পার্শ্ববর্তী খালে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ ছিলেন। তাই রবিবার সিসিকের পরিচ্ছন্নতা শাখা খালটি পরিষ্কারে নামেন। দিনভর পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে খালটি পরিষ্কার করেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকা। ওই এলাকার খালটি পরিচ্ছন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ছড়া ও খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই