সিলেটে চেকপোস্টে হামলা চালিয়ে পুলিশের পাঁচ সদস্যকে আহত করেছে পরিবহন শ্রমিকরা। রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরের সামনে চেকপোস্টে গাড়ি তল্লাশি ও কাগজপত্র পরীক্ষা করছিল পুলিশ। এসময় কাগজপত্র না থাকায় চেকপোস্টে একটি ট্রাক আটক করা হয়। এর কিছুক্ষণ পর পরিবহন শ্রমিক নেতা মাহফুজসহ কয়েকজন শ্রমিক এসে পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা হামলা চালিয়ে পুলিশের পাঁচ সদস্যকে মারধর করে ট্রাক ছিনিয়ে নেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, চেকপোস্টে হামলার ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই