গাজায় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করতে হলে ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রবিবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, বোমা হামলার মধ্যে বন্দিদের মুক্তি সম্ভব নয়। তাই হামলা বন্ধ করতে হবে। যুদ্ধ চলতে থাকলে মুক্তির প্রক্রিয়া এগোবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন গাজা পরিকল্পনা ঘোষণার পরও যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে সাম্প্রতিক পদক্ষেপগুলোর ফলে বন্দিমুক্তির পথে কিছু অগ্রগতি হয়েছে।
রুবিও বলেন, আমরা অনেক দিন পর এমন এক অবস্থানে এসেছি, যেখানে হামাসের হাতে আর কোনো বন্দি না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। সময় কত লাগবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে এটি সপ্তাহজুড়ে বা একাধিক দিন ধরে চলতে পারে না। আমরা চাই এটি যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক।
তিনি আরও বলেন, পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে, এখন শুধু কার্যকর করার কিছু বিষয় ঠিক করা বাকি। আশা করা হচ্ছে, সবকিছু খুব দ্রুত, এই সপ্তাহের শুরুতেই চূড়ান্ত হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, কেউ শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না।
রুবিওর মতে, বন্দিমুক্তির মতো সংবেদনশীল প্রক্রিয়া সফল করতে হলে যুদ্ধবিরতি অপরিহার্য — কারণ বোমাবর্ষণ চলতে থাকলে কোনো পক্ষই নিরাপদভাবে আলোচনা বা মুক্তি কার্যক্রম চালাতে পারবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল