প্রতিদিন ১৫-২৫ হাজার রুপি আয়—মাসে প্রায় ৩০ লাখ টাকার উপার্জন। টেলিভিশনে একজন অভিনেতার এমন আয় অনেকের কাছেই স্বপ্নের মতো। কিন্তু লক্ষ্য লালওয়ানি সেই স্বপ্নের মতো চাকরিটিই ছেড়ে দিয়েছিলেন, শুধু বড় পর্দায় নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’*-এ অভিনয় করে আলোচনায় এসেছেন লক্ষ্য লালওয়ানি। তবে এই জনপ্রিয়তার পেছনে রয়েছে তার এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, টেলিভিশনের সফল ক্যারিয়ার ছেড়ে সিনেমার অনিশ্চিত জগতে পা রাখার সাহস।
লক্ষ্যর শোবিজে যাত্রা শুরু হয় প্রায় এক দশক আগে, এমটিভি’র ‘ওয়ারিয়র হাই’ সিরিজ দিয়ে। এরপর ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’ ও ‘পৌরস’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান।
টেলিভিশনের সেই সময়কার প্রতিদিনের আয় ছিল প্রায় ১৫-২৫ হাজার রুপি, যা মাস শেষে দাঁড়াত প্রায় ৩০ লাখ রুপিতে।
কিন্তু ২০১৯ সালে বড় পর্দার স্বপ্নে ডানা মেলেন তিনি। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে তিন ছবির চুক্তি করেন লক্ষ্য। প্রথমে ‘দোস্তানা ২’-এ কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরের সঙ্গে তার অভিষেকের কথা থাকলেও, করোনা মহামারির কারণে তা আটকে যায়। এরপর ২০২২ সালে শশাঙ্ক খৈতানের ‘বেধড়ক’-এর শুটিংও বাতিল হয়ে যায়।
শেষমেশ ২০২৪ সালে মুক্তি পায় তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিল’, যা দর্শক ও সমালোচকদের দারুণ প্রশংসা কুড়ায়। এরপরেই আসে ‘দ্য ব্যাডস অব বলিউড’, যা তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
এক ইউটিউব সাক্ষাৎকারে লক্ষ্য জানান, টেলিভিশনের নিয়মিত আয়ের বিরুদ্ধে গিয়ে সিনেমার জন্য অনিশ্চিত পথ বেছে নেওয়াটা সহজ ছিল না। সেই সময় তার বাবা বলেছিলেন, “তুমি প্রতিদিন যত আয় করো, সেটাই আমার মাসিক বেতন!”
চলচ্চিত্র প্রযোজক রমেশ তৌরানিও একবার অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, “লক্ষ্যকে জিজ্ঞেস করো, এত ভালো বেতনের চাকরি ছেড়ে সিনেমায় আসার সাহস ও পেল কীভাবে?”
লক্ষ্য জানান, সে সময় তার পারিশ্রমিক ভালো থাকলেও, পর্দায় বড় পরিসরে নিজেকে দেখার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তিনি সেই ঝুঁকি নিয়েছিলেন।
‘দ্য ব্যাডস অব বলিউড’-এ লক্ষ্য ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বাম্বা, আনিয়া সিং, মনোজ পাহওয়া, মোনা সিং ও মণীশ চৌধুরীর মতো তারকারা।
বিডি প্রতিদিন/মুসা