মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সরকারি টি. এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজে এ আলোচনা সভার আয়োজন করে পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।
প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, গোটা এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে পুলিশকে মাদকের তথ্য দেওয়ার পরও পুলিশ কোনো ভূমিকা রাখছে না। ফলে বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারি চক্র। মাদকের কারণে বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। অহরহ দিনে দুপুরে বাড়িঘর ও দোকানপাটে চুরি হচ্ছে। মাদকে সমাজ নষ্টের পাশাপাশি পরিবারও ধ্বংস হচ্ছে। তাই যারা মাদক বেচাকেনা ও সেবনে জড়িত, তাদের পরিবারকে বয়কট করতে হবে। মাদক নির্মূলে ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম বলেন, একেকজন মাদক ব্যবসায়ী বিল্ডিং গড়ে তুলছে, গাড়ি-বাড়ি নিয়ে আলিশান চলাফেরা করছে। এ দেখেও অনেক লোভী মানুষ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এ কারণে দিন দিন মাদকের কারবার বাড়ছে।
মাদকবিরোধী এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন, পৌর ওয়ার্ড বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, আ. সালাম ব্যাপারী ও রফিকুল ইসলাম।
বিডিপ্রতিদিন/কবিরুল