নামিবিয়াকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল জিম্বাবুয়ে। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয় আফ্রিকা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটা জিম্বাবুয়ে-নামিবিয়া।
এদিন জিম্বাবুয়ের জয় ঠেকাতে শেষ ওভারে ১১ রানের কম দিলেই চলতো নামিবিয়ার। তবে জয়ের জন্য জিম্বাবুয়ের লাগল মাত্র দুটি বল । নামিবিয়ার পেসার রুবেন ট্রুমপেলমান পাঁচটি ডেলিভারির তিনটিই যে ছিল অবৈধ। তাতে বৈধ দুই বলে ১৪ রান তুলে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। লওরেন স্টিনক্যাম্প (২৭ বলে ৪০) ও অধিনায়ক গেরহার্ড এরাসমাসের (৩২ বলে ৩৮) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৭ রান তোলে নামিবিয়া। পেসার রিচার্ড এনগারাভা ৪ ওভারে ২৬ রান তিন উইকেট নেন তিনি।
রান তাড়ায় ২৯ রানে ব্রায়ান ব্রেনেটকে হারায় জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় উইকেটে তাদিওয়ানাশে মারুমানি-ডিয়ন মায়ার্সের ৮৮ রানের জুটিই জয়ের ভিত গড়ে দেয়। ৩৩ বলে ৪৪ রান করা মায়ার্স আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ৬১ বলে ৭৪ রানের ইনিংস খেলা মারুমানি।
মায়ার্সের উইকেটের পরের ডেলিভারিতেই গোল্ডেন ডাক মেরে ড্রেসিংরুমের পথ ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। এরপর পাঁচে নামা রায়ার্ন বার্ল ১২ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসে ৪ বল আর ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
বিডি প্রতিদিন/নাজিম