বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম আগামী ৬ থেকে ৯ অক্টোবর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ‘Blended Learning in Technical and Vocational Education and Training (TVET)’ শীর্ষক আন্তর্জাতিক পরামর্শ সভায় অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে রবিবার ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন তারা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (NITTTR) চেন্নাই এবং কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেন্নাই তারামানির CSIR রোডের মূল ভেন্যুর অডিটোরিয়ামে চলবে এই কার্যক্রম। বাংলাদেশ, ভারত, জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্তত ১২টি দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন।
জানা যায়, আলোচনায় মূলত ব্লেন্ডেড লার্নিং মডেল-যা অনলাইন, অফলাইন ও কর্মক্ষেত্রভিত্তিক শিক্ষাকে একত্রিত করে তার বাস্তবায়ন কৌশল, কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের বিষয়গুলো গুরুত্ব পাবে। দূরশিখন বিশেষজ্ঞদের মতে, এই শিক্ষা শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, উদ্যোক্তা তৈরিতেও সহায়ক এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4 I SDG-8) অর্জনে অবদান রাখবে।
এ প্রসঙ্গে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বাউবির অন্যতম অঙ্গীকার হলো জীবনব্যাপী ও দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণ। এই আন্তর্জাতিক TVET সভা সেই অঙ্গীকারকে বাস্তব রূপ দিতে সহায়তা করবে। ব্লেন্ডেড লার্নিং এখন সময়ের দাবি, যা বাংলাদেশের তরুণ প্রজন্মকে সনদের পাশাপাশি বাস্তব দক্ষতায় সমৃদ্ধ করবে।
তিনি আরও বলেন, দক্ষতা প্রশিক্ষণ ও শিল্পখাতের সমন্বয় নিয়ে শেখার অনেক কিছু আছে। এই সফরের অভিজ্ঞতা ভবিষ্যৎ কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণে সহায়ক হবে।
সফরকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম নির্বিঘ্নে রাখতে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপাচার্যের এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌসকে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের আশা, এই আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের অভিজ্ঞতা বাউবির শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/এমআই