‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিশেষ অবদান রাখায় সাতজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয় শিক্ষক দিবসে।
রবিবার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন শাহ, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায় বক্তব্য দেন। এরআগে বনার্ঢ্য এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএম