গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি (ছয়আনি বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে আর্জিনা বেগম (৪০) ও একই এলাকার জোবাইদুল মুন্সির স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ওই দুই নারীকে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ের নূরজাহান কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় ওই দুই নারীকে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ওই দুই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রবিবার দুপুরে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন