গত সেপ্টেম্বর মাসে দেশের পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৬২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৪.৬১ শতাংশ।
রবিবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে দেশের রফতানি আয় কমেছে। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৪.৬১ শতাংশ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮০ কোটি ২৮ লাখ ডলার।
তৈরি পোশাক খাত
সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮৩ কোটি ৯৭ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩০১ কোটি ১ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৩ কোটি ১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৫.৭৫ শতাংশ কমেছে। এছাড়া, ওভেন পোশাক রফতানি থেকে এসেছে ১২০ কোটি ৯৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫.৫৪ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, সেপ্টেম্বর মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং হোম টেক্সটাইলের রফতানি কমলেও চামড়া ও চামড়াজাত পণ্যের বেড়েছে। সেপ্টেম্বর মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ০.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৭৬ লাখ ডলারে।
এছাড়া, কৃষি পণ্যের রফতানি আয় ২.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ কোটি ১৯ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ১০ কোটি ৪৩ লাখ ডলার। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৩.৫৫ শতাংশ। সেপ্টেম্বরে মাসে রফতানি হয়েছে ৯ কোটি ৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৬৪ শতাংশ বেশি।
বিডি প্রতিদিন/কেএ