বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল- ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, মেডিকেল অফিসার ডা. অর্ণব চাকমা, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।
স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত মর্যাদা, সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ