গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েল ৯৩টি বিমান ও কামান হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম অফিস। খবর আল জাজিরার।
এই সময়ের মধ্যে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কেবল গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন।
গণমাধ্যম অফিসের বিবৃতিতে বলা হয়, এসব হামলা মূলত ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'এই নতুন হত্যাযজ্ঞ আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যারই অংশ। এতে প্রমাণিত হয় যে, দখলদার বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তির আহ্বানকে সম্পূর্ণ উপেক্ষা করে সাধারণ নাগরিকদের পরিকল্পিতভাবে হত্যা ও গাজার জনজীবন ধ্বংস করার পথে অটল রয়েছে।'
গাজা সরকারের গণমাধ্যম অফিস যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এবং কার্যকরভাবে এই হামলা থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা