ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি নিয়ে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। রবিবার (৫ অক্টোবর) জেলা শহর মাইজদী ও উত্তর নোয়াখালী সেনবাগসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের জনগণ এতে অংশ নিয়েছেন।
দিবসের মূল বিক্ষোভ সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কে প্রবেশ করলে হাজার হাজার সাধারণ মানুষ এতে যোগ দেন। বিক্ষোভ-সমাবেশে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগের ঘোষণা দাবি করেন। বক্তারা জানান, ঢাকা থেকে মাত্র ৮০ কিমি দূরে থাকা কুমিল্লা নয়, বরং ১৬০ কিমি দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীর জনগণের অনুমতি ও গণশুনানি ছাড়া কুমিল্লার সঙ্গে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হলে তা কখনোই নোয়াখালীবাসী মেনে নেবে না।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক সাইফুর রহমান রাসেল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাও: আতা উল্যাহ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সেনবাগ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম. এ. আউয়াল, ভিপি মফিজুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাও: নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, সমন্বয়ক শাহ জালাল, মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল