নড়াইলে নিখোঁজের দুই দিন পর আমিরুল ইসলাম আলিফ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ২টার দিকে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার তুলারামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ভ্যান চালাতে বের হওয়ার পর আমিরুল ইসলাম আলিফ নিখোঁজ হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে স্বজনরা পুলিশকে জানায়। পুলিশ আলিফের নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহভাজন একই এলাকার মিনারুলকে আটক করে। মিনারুলের স্বীকারোক্তি মোতাবেক রবিবার দুপুরে দেবভোগ খালের কচুরিপানার ভেতর থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খালে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় মিনারুল।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ভ্যানচালক আমিরুল ইসলাম আলিফের ময়নাতদন্ত সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল