আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ ক্রমেই শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কতার আওতায় আনা হয়েছে মুম্বাই, রাইগাদ ও রত্নগিরি জেলা। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
শনিবার দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তির তীব্রতা দ্রুত বাড়তে শুরু করলে আইএমডি জরুরি সতর্কতা জারি করে।
সর্বশেষ আপডেটে জানানো হয়, ঘূর্ণিঝড় শক্তির বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। বর্তমানে এটি গুজরাটের দরকা উপকূল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকবে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। এজন্য আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনা মেনে চলতে এবং অযথা বাইরে না বের হতে উপকূলীয় অঞ্চলের মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণও হতে পারে। বিশেষ করে মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব ও উত্তর কনকন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়তে পারে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ