সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। আর দুলাভাইকে হত্যার ঘটনায় পুলিশ আটক করেছে শ্যালককে। শনিবার সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ খুন ও জকিগঞ্জে শ্যালক আটকের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শনিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে সাহিদা বেগম (২৩) নামের এক গৃহবধূ খুন হন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে আটক করেছে।
পরিবারের বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। দাম্পত্য কলহের জের ধরে স্বামী রেজাউল করিম তার স্ত্রী সাহিদা বেগমকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
এদিকে, জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় তাঁর শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে পুলিশ। সুমনের বাড়ি উপজেলার ঘেচুয়া গ্রামে।
নিখোঁজের তিনদিন পর বুধবার বিকেলে কালিগঞ্জ এলাকার সায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে ব্যবসায়ী নোমান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী, সন্তান ও শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে। পরে শ্যালক হানিফ আহমদ সুমনকে ওই মামলায় গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম