‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষক দিবস।
রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক হবে স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ। তবে দিন দিন শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন হচ্ছে। ছাত্রদের প্রাইভেট পড়তে হচ্ছে। অনেক স্কুলে শিক্ষকরা ঠিকমত ক্লাস করায় না। বিষয়টি দুঃখজনক।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. নিগার সুলতানা, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. জামান মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহন মিয়া ও শরীফ মুহাম্মদ এমারত হোসেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারীপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান বলেন, ‘শিক্ষকদের দায়িত্ব বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু সম্মান ও সুবিধা সেই অনুপাতে বাড়ছে না।’
বিডি প্রতিদিন/জামশেদ