সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ঢাকার সাভার থানাধীন খাগান এলাকায় অভিযান চালিয়ে শাকের আহমদ (২৪) নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়। শাকের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের আজাদ আহমদের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সকালে জকিগঞ্জ থানার বারহাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বন্ধুর সাথে স্থানীয় পরিত্যক্ত একটি ইটভাটায় বেড়াতে যায়। এসময় কৌশলে সাথের বন্ধুকে আটকে রেখে ওই স্কুলছাত্রীকে কয়েকজন নরপশু ধর্ষন করে। গণধর্ষনের ঘটনা ফাঁস না করার জন্য স্কুলছাত্রীকে ভয়ভীতিও দেখায় তারা। প্রথমে ছাত্রীটি ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি। কিন্তু পরে অসুস্থ হয়ে পড়লে সে পরিবারের লোকজনকে জানালে ৫ জনের নামোল্লেখ করে থানায় মামলা হয়। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ ছায়া তদন্ত শুরু করে।
বিডি প্রতিদিন/এএম