সিলেটে স্কুল থেকে গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সবুজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশে ঘাসের মধ্যে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশিয় রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএম