অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে আইএলটিএস’র প্রস্তুতি নিচ্ছিলেন সিলেটের যুবক তাহমিদুর রহমান সোহাগ (২১)। সামনে পরীক্ষাও ছিল। কিন্তু ঘাতক ট্রাক তার সকল স্বপ্ন কেড়ে নিয়েছে। ট্রাকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি নিহত হয়েছেন।
বুধবার ভোরে তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এর আগে মঙ্গলবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুর মোড়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন সোহাগ ও তার এক বন্ধু।
সোহাগ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের ছেলে। আগামী ৩০ আগস্ট তার আইএলটিএস পরীক্ষা ছিল।
নিহতের প্রতিবেশি মো. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বন্ধুর সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ। এসময় সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে আইসিইউতে ভর্তি করা হয়। বুধবার ভোরে তিনি মারা যান।
দুর্ঘটনায় সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান।
বিডি প্রতিদিন/এএম