শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে পাঁচ যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য। মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতা-কর্মীরা জানান, তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা উপজেলা সমন্বয় কমিটিকে ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করার বিষয়টি উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশ একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এ অবস্থায় আত্মবিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আকাশের দাবি, পদত্যাগকারীরা এনসিপিকে নষ্ট করতে চাচ্ছে। বিষয়গুলো সংবাদ সম্মেলনে পরিষ্কার করব। এনসিপির শেরপুরের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, পদত্যাগকারীরা ফাঁদে পা দিয়েছে। দ্রুতই সবকিছু সবার সামনে উন্মোচন করা হবে।