ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। সেখানে শ্রেণিকক্ষে চড় মারায় শিক্ষককে গুলি করেছে এক ছাত্র। ওই শিক্ষকের নাম গঙ্গাদীপ সিং কোহলি। তিনি গুরু নানাক নামে এক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে তিনি তার এক ছাত্রকে চড় মারেন। বুধবার ওই ছাত্র টিফিন বক্সে করে বিদ্যালয়ে পিস্তল নিয়ে যায় এবং ওই শিক্ষককে গুলি করে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ গঙ্গাদীপকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক বলেছেন, তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। আরও বলেছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত এবং আরও পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হবে।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ওই ছাত্রের নাম সামার্থ বাজওয়া। বিরতির পর গঙ্গাদীপ যখন শ্রেণিকক্ষ ত্যাগ করছিলেন তখন তাকে গুলি করে বাজওয়া। গুলি করার পর পালিয়ে যাওয়ার সময় ওই ছাত্রকে অন্য শিক্ষকরা ধরে ফেলেন। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করেছে। ওই ছাত্রের কাছে পিস্তল কোথা থেকে আসল তা নিয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ