ভোটার নিবন্ধন কার্যক্রম মনিটরিংয়ে চলতি মাসের শেষ সপ্তাহে কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। ১৯ আগস্ট সচিব গেছেন জাপানে। ইতোমধ্যে জাপানের টোকিও, কানাডার টরন্টো ও অটোয়ায় কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, যন্ত্রপাতি স্থাপন শেষ হয়েছে, অনেককে এনআইডি প্রদানে টেস্ট অ্যান্ড ট্রায়ালও চলছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিগগির। জুলাই মাসে জাপানে শুরু করার কথা থাকলেও সেখানকার স্থানীয় জটিলতায় তা পিছিয়ে যায়।
জানা যায়, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এরই মধ্যে জাপানে পৌঁছেছেন। তিনি ২১ আগস্ট পর্যন্ত টোকিওতে থাকবেন। সেখানে কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, দূতাবাসের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের বিষয়টি পরিদর্শন ও তত্ত্বাবধান করবেন তিনি। এ ছাড়া কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি সফরসূচি অনুযায়ী, তিনি ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন। ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার কাজ উদ্বোধন করবেন তিনি। তার সঙ্গে যাচ্ছেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার। তারা সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভাও করবেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাডায় ১০ আগস্ট থেকে কারিগরি টিম কাজ করছে। জাপান ও কানাডায় এনডিআই সেবা চালু হলে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় আসবেন।