ক্রিকেট ক্যারিয়ার ছাড়ার পর থেকেই সংগঠকের ভূমিকায় আছেন মাহবুব আনাম। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি বিসিবির বিভিন্ন দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করারও জোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছিল। তবে সব ভুলে আচমকাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাহবুবুল আনাম।
গত প্রায় আড়াই দশক বিসিবিতে নানা ভূমিকায় দায়িত্ব পালন করা এই সংগঠক সভাপতি পদে দূরের কথা, এমনকি পরিচালক পদেও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। যোগাযোগ করা হলে গণমাধ্যমকে মাহবুব আনাম বলেছেন, ‘অনেক দিন থেকেই ভাবছিলাম বিষয়টি (নির্বাচন থেকে সরে যাওয়া নিয়ে)। তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেই জায়গার জন্য আমি নিজেকে উপযুক্ত বলেও মনে করি না। আমি একটি শান্তিপূর্ণ এবং ঝামেলাহীন জীবন কাটাতে চাই।’
ধারণা করা হচ্ছে, সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক প্রচারণায় ব্যথিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাহবুব আনামের এমন ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরমধ্যে দুইজন পরিচালক জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। সে কারণে কোনো মন্তব্য করতেও রাজি হননি। উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী নির্বাচন হওয়ার কথা আছে অক্টোবরে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ