রাজধানীর প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শোরুমের ভিতরে ঢুকে পড়ে কংক্রিট মিক্সার গাড়ি। এতে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গাড়ির চালক। গতকাল ভোর সোয়া ৪টায় বাড্ডা লিংক রোডের কাছে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ওই চালককে বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইদুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর আশতলাপাড়া গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি আকিজ কোম্পানির মিক্সার মেশিন গাড়ির চালক। ঢামেকে সহকর্মী ইমরুল কায়েস জানান, ভোরে কংক্রিট মিক্সার গাড়ি চালিয়ে সাইদুর রহমান বাড্ডার প্রগতি সরণির বাইতুল আমান জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেমন্ড টেইলার্সের শো-রুমে ঢুকে যায়। পরে পথচারীরা গাড়ি থেকে চালক সাইদুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।