কিশোরগঞ্জের নিকলী থেকে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযানটি চালায় পুলিশ।
গ্রেফতার তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলিমচরমনি গ্রামের মৃত শুক্কুর মিয়ার ছেলে আরিফ (৩২), আতকাপাড়া মনিপুর পত্তর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ইউসুফ (৩৮) ও একই গ্রামের হারুন অর রশিদের ছেলে হিরণ এলাইচ পরাণ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূরুল ইসলাম মোস্তাক ও এসআই আমজাদের নেতৃত্বে পুলিশের একটি দল টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা চামটাঘাটের দিকে যাবার সময় পুলিশ আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাওরের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে।
বিডি প্রতিদিন/এএম