বরিশালের গৌরনদীতে খালে গোসলে নেমে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার বিজয়পুর খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া গৃহবধূ হলেন উম্মে হানিয়া বিথী (৩৫)। তিনি গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার হরিসেনা গ্রামের রিপন সরদার এর স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদার এর মেয়ে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বিথী সকাল নয়টার দিকে তার বাবার বাসা থেকে বের হয়ে পালরদী স্কুল এন্ড কলেজ এর সামনের খালে গোসলে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে খাল থেকে গৃহবধু বিথীর মরদেহ উদ্ধার করে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও সতর্কতার বার্তা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক