লালন সাঁইয়ের জীবনকে কেন্দ্র করে নাটকের দল থিয়েটার মঞ্চায়ন করলো নাটক "বারামখানা"।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি থিয়েটারের ৪১তম প্রযোজনার ৪৩তম প্রদর্শনী।
এ নাটকটিতে লালনের জীবন প্রবাহ ও আখড়া কেন্দ্রিক বিদ্যমান পরিস্থিতি উপস্থাপিত হয়েছে।
বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, এরশাদ হাসান, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানী, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, আপন আহসান, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, তাহমিনা স্মৃতি প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন