ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন ছিল গতকাল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে নির্বাচনের মনোনয়ন গ্রহণ-জমার প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তথ্যমতে মোট ৬৫৮ জন প্রার্থী ডাকসুর ২৮টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে এর মধ্যে ৫০৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানান, হলে সংসদের মনোনয়নপত্র জমার পূর্ণ ডাটা এখনো পাইনি, ৯টি হলের ড্যাটা পেয়েছি। কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন তা আজ (বৃহস্পতিবার) জানা যাবে। আমরা প্রথমে মনোনয়নগুলো বাছাই করব। তারপর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করব।
মনোনয়নপত্র জমার শেষ দিনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), জামালুদ্দিন খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে থাকা ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। এর আগে গত সোমবার ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ নিজেদের সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। মঙ্গলবার দুপুরে বাম সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেয়। এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলন গত ৭ আগস্ট নিজেদের সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেয়। এদিকে আংশিক প্যানেল হিসেবে রয়েছে ছাত্র ইউনিয়ন (একাংশ)-ছাত্র ফ্রন্ট (একাংশ) ও জাসদ ছাত্রলীগ সমন্বিত প্যানেল, মোসাদ্দেক-জুবায়ের প্যানেল এবং ছাত্র ফেডারেশনের প্যানেল।
গত মঙ্গলবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) নিজের নেতৃত্বে থাকা স্বতন্ত্র প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেননি উমামা ফাতেমা।
গতকাল দুপুরে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে সহসভাপতি (ভিপি), কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক (জিএস) ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন। ডাকসুর পাশাপাশি ১৮টি হল সংসদের প্যানেল ঘোষণা করে দলটি। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আবদুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার, এজিএস পদে সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন।
এদিকে গতকাল দুপুরে মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (একাংশ) এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সমন্বিত প্যানেলের প্রাথমিকভাবে ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে আরও নাম যুক্ত করা হবে বলে জানান নেতারা। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’। ঘোষিত এই প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে লড়বেন অদিতি ইসলাম।
গতকাল বিকালে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালিদ ও সাবেক এনসিপি নেতা মাহিন সরকারের নেতৃত্বে থাকা প্যানেল। ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এই প্যানেল থেকে ভিপি পদে মো. জামাল উদ্দীন খালিদ, সাধারণ সম্পাদক পদে মো. আবু সায়াদ বিন মাহিন সরকার, সহসাধারণ সম্পাদক পদে ফাতেহা শারমিন (এ্যানি) ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন।
তন্বীর সম্মানে পদ শূন্য
ডাকসুতে ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ১৫ আগস্ট ছাত্রলীগের হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাঁকে সমর্থন দিয়েছে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। তন্বী স্বতন্ত্রভাবে এই পদে ডাকসুতে নির্বাচন করছেন।
প্রার্থিতা নিয়ে বিভক্তি গণতান্ত্রিক ছাত্র সংসদে
সংগঠনের প্যানেল থেকে আলাদা হয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী তাঁর স্ত্রী নাফিসা ইসলাম সাকাফিকে সঙ্গে নিয়ে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন। গতকাল দুপুরে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন তাঁরা। পরে স্ত্রী নাফিসা ইসলাম সাকাফিকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা ঘোষণা করেন। তাহমিদ বলেন, ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্যানেল দেওয়া হচ্ছে। তবে যারা মনে করছেন, প্যানেলের বাইরে থেকেও নির্বাচনে জেতার সক্ষমতা আছে, তারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাধিক সূত্রে জানা যায়, দলীয় প্যানেল থেকে এজিএস পদে প্রার্থিতা চেয়েছিলেন তাহমিদ। কিন্তু পছন্দমতো পদ না পাওয়ায় স্বতন্ত্রভাবেই এজিএস পদে নির্বাচন করবেন তিনি। এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আরেক নেত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা গত ১৮ আগস্ট পদত্যাগ করে ডাকসুতে স্বতন্ত্রভাবে প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। তিনি উমামা ফাতেমার নেতৃত্বে থাকা প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
এদিকে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।
এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১টি, রোকেয়া হলে ৪৫টি, সূর্যসেন হলে ৭৯টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি, শামসুন নাহার হলে ৩৬টি, কবি জসীম উদ্দীন হলে ৭০টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে ৩৬টি, অমর একুশে হলে ৮১টি, কবি সুফিয়া কামাল হলে ৪০টি, বিজয় একাত্তর হলে ৭৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।