হবিগঞ্জ জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আবু ইসহাক চৌধুরী, সহকারী শিক্ষক শংকর চন্দ্র দেব, মোহাম্মদ নজির মিয়া, সৈয়দ মোশাররফ আলী ও মো. মাহফুজুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বক্তারা বলেন, ১৯৭৩ সাল থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি ১০ম গ্রেডে রয়েছে। অথচ একই স্তরের অন্যান্য সরকারি পদ যেমন—পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, সাব-রেজিস্ট্রার, পুলিশের ইন্সপেক্টর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের পদ নবম গ্রেডে উন্নীত হয়েছে।
তাদের দাবি, সহকারী শিক্ষক পদটির বেতন স্কেল নবম গ্রেডে উন্নীত করতে হবে এবং চারস্তরীয় পদোন্নতির সোপান চালু করতে হবে। একইসঙ্গে, দ্রুততম সময়ে সহকারী শিক্ষকদের এডভান্স ইনক্রিমেন্ট প্রদান, সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নের দাবি জানান তারা।
এছাড়া, পদোন্নতিযোগ্য পদগুলোতে শিক্ষকদের অগ্রাধিকার নিশ্চিত করে অন্য কোনো বিভাগের কর্মকর্তা যেন এসব পদে পদায়ন বা পদোন্নতি না পান, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ