প্রায় পাঁচ হাজার বছর আগে নির্মিত স্টোনহেঞ্জের পাশে পাওয়া এক গরুর দাঁত নতুন রহস্য উন্মোচন করছে। গবেষকরা বলছেন, দাঁতটির বিশ্লেষণে দেখা গেছে গরুটি জীবনের শুরুতে ওয়েলসে ছিল।
এতে ধারণা জোরদার হয়েছে যে, সেই সময় গরু বা বলদ (পালিত পশু) ব্যবহার করে ওয়েলস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ইংল্যান্ডে বিশাল পাথর আনা হয়েছিল।
ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দাঁতের ভেতরকার ধাতব উপাদান পরীক্ষা করে জানা যায়, গরুটি ওয়েলসের পুরনো শিলা এলাকার ঘাস খেয়ে বড় হয়েছিল। পরে সেটিকে স্টোনহেঞ্জ এলাকায় আনা হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, দাঁতটি ইচ্ছে করেই স্টোনহেঞ্জের প্রাচীন বৃত্তাকার অংশে রাখা হয়েছিল, হয়তো এটি কোনো আচার বা প্রতীকের অংশ ছিল।
পূর্বে ধারণা করা হতো, নব্যপ্রস্তর যুগে (Neolithic era) গরু বোঝা বহনে ব্যবহার করা হয়নি। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, গরুর পায়ের গঠন দেখে বোঝা যায় সেগুলো হয়তো ভার টানতে ব্যবহৃত হতো।
গবেষকদের মতে, দাঁতটির এই প্রমাণ স্টোনহেঞ্জ নির্মাণে ওয়েলস ও ইংল্যান্ডের সংযোগ এবং পশুর ব্যবহার সম্পর্কে নতুন আলোকপাত করছে। সূত্র : গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল