ইতালিতে এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ২০২২ সালে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর সমন্বয়কারী ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
জার্মান প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম সেরহি কে (পূর্ণ নাম প্রকাশ করা হয়নি, জার্মান আইনের কারণে)। তাকে শিগগিরই জার্মানিতে প্রত্যর্পণ করা হবে এবং আদালতে তোলা হবে।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, সেরহি কে একটি দলের অংশ ছিলেন, যারা ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছে পাইপলাইনে বিস্ফোরণ ঘটায়। অভিযুক্ত ও তার সহযোগীরা জার্মানির রস্টক বন্দর থেকে ভাড়া করা একটি ইয়টে যাত্রা শুরু করেন। ইয়টটি ভাড়া নেওয়া হয়েছিল ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে। তবে তিনি সরাসরি ডুবুরি ছিলেন না, বরং পুরো অভিযানের সমন্বয় করতেন।
জার্মান কর্তৃপক্ষের তদন্তে জানা গেছে, বিস্ফোরণে অংশ নেওয়া দলে ছিলেন দুইজন ডুবুরি, দুইজন সহকারী, এক ক্যাপ্টেন ও একজন চিকিৎসক। তদন্তকারীরা ২০২৩ সালে জানিয়েছিলেন, একটি ইয়টে বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে।
সেরহি কে-এর বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, রাষ্ট্রবিরোধী নাশকতা ও সম্পদ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। তাকে ইতালির রিমিনি প্রদেশে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম–১ ও নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। নর্ড স্ট্রিম–২ যদিও কখনও চালু হয়নি, তবুও বিস্ফোরণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো নাশকতা হিসেবে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল