পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিন থেকে এই অভিযান পরিচালনা করছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ভজনপুর ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।
এসময় পরিবেশ বিধ্বংসী ৫টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ৪টি পাম্প, অনুমানিক ৩২০ ফিট পাইপসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। অভিযানের সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় ।
ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিকেরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার করার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানাগেছে দীর্ঘ দিন বন্ধ থাকলেও ৫ আগষ্টের পর তেঁতুলিয়ায় হঠাৎ করেই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু করে অসাধু কিছু প্রভাবশালী পাথর বালু ব্যবসায়ী। প্রশাসনের বার বার অভিযানের পরও আইনকে তোয়াক্কা না করে বেপোরোয়া ভাবে ড্রেজার মেশিন চালিয়ে পাথর উত্তোলন অব্যাহত রাখে তারা। এঘটনায় পূর্বের মতোই পরিবেশ বিধ্বংশি ড্রেজার মেশিন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সচেতন সমাজ ও পরিবেশবাদীরা ফুঁশে উঠে। ধীরে ধীরে এই দাবি গণদাবিতে পরিণত হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। যে পরিচয়ের হোক না কেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর তোলার সাথে জড়িত থাকলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম