দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় স্থানীয় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার।
বৃহস্পতিবার দুপুরে খানসামা উপজেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার ঘাটপাড় এলাকায় অবস্থিত সজীব ফার্মেসী লক্ষ্য করা হয়। অভিযানকালে অনুমোদনহীন কোম্পানির খাওয়ার টেস্টি স্যালাইন, সিভিট ট্যাবলেটসহ নানা মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত ওষুধ ও পণ্যগুলো জব্দ করে পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ যেকোনো পণ্য মজুত বা বিক্রি করার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমরা নিয়ম মেনে কাজ করা সকল ফার্মেসি মালিকদের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীকে ছাড় দেওয়া হবে না।”
বিডি প্রতিদিন/আশিক