সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সারওয়ার আলম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে এসেই পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক এক কর্মশালায় সভাপতিত্ব করেন। পরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পরিবেশ বিধ্বংসী শক্তিশালী পাথরখেকোদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভূমিকার বিষয়ে সারওয়ার আলম বলেন, এখানে যদি আপনারা আমার সঙ্গে থাকেন, তাহলে আমাকে যেমন দেখেছেন, তেমনই থাকবো।
তিনি বলেন, এখানে বেশ কয়েকটি বিষয় অগ্রাধিকার থাকবে-এর মধ্যে আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য। যদিও সব কাজেই গুরুত্ব দেওয়া হবে, তবে এ কয়েকটি কাজে আমার বিশেষ নজর থাকবে।
সারওয়ার আলম বলেন, সিলেট হলো প্রকৃতির কন্যা, তাই প্রকৃতির কন্যা যেন প্রকৃতির মতোই থাকে, সেটা আমরা সকলে চেষ্টা করে যাবো। এ ছাড়া টেকসই উন্নয়ন দরকার। তবে কোনোভাবেই যাতে পরিবেশের ক্ষতি না হয়, সে ক্ষেত্রে সব মহলের সহযোগিতা চাই।
সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা তার জন্য সৌভাগ্যের এবং সরকার তাকে সেই সুযোগ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করবো এই জেলার মানুষের জন্য কাজ করতে। দায়িত্ব পালনে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আশা করি, সবাই মিলে যখন কাজ করবো, এই সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করতে পারবো। তাই সবাইকে নিয়ম ও আইন মেনে চলার জন্য অনুরোধ করবো।
দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে সারওয়ার বলেন, আজকেই দায়িত্ব নিয়েছি। প্রতিবেদন দেখে বোঝা যাবে, কী করা উচিত ছিল, কী করা হয়নি। তারপর ব্যবস্থা নেবো।
প্রকৃতি ও খনিজসম্পদ রক্ষার বিষয়ে তিনি বলেন, এখানকার খনিজসম্পদ, পর্যটন কিংবা প্রবাসীদের যেসব বিষয়াদি আছে, সবগুলোকে অ্যাড্রেস করতে হবে। বিশেষ করে সিলেট পর্যটন এলাকা-এখানে প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোনোভাবেই যাতে প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা কেবল জেলা প্রশাসনের দায়িত্ব নয়, সব স্টেকহোল্ডারের দায়িত্ব রয়েছে। সবাই দায়িত্বশীল না হলে মুশকিল। আমরা আশা করি সবাই মিলে কাজ করলে সবকিছু ভালো থাকবে।
বিডি প্রতিদিন/এমআই