দুইদিন পর সিলেটের সুরমা নদীতে ভেসে উঠেছে মাদ্রাসাছাত্র এবাদুর রহমান আবির (১৩) মরদেহ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার টুকেরবাজার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর ঘাসিটুলা বেতেরবাজার এলাকায় খেলতে গিয়ে বল পড়ে যায় সুরমা নদীতে। পরে নদী থেকে বল আনতে গিয়ে নিখোঁজ হয় আবির।
মারা যাওয়া আবির আহমদ ঘাসিটুলা বেতেরবাজার জামেয়া নুরুল হেরা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ও গোয়াইনঘাট উপজেলার জাফলং সোনাটিলা গ্রামের মিজানুর রহমান মুসার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সুরমা নদী থেকে বল তুলতে গিয়ে তলিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি। বৃহস্পতিবার টুকেরবাজার খেয়াঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে।
জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশীদ জানান, সুরমা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম