সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মুত্যৃ হয়েছে। আহত হয়েছেন আরেকজন। শুক্রবার রাত ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাকি ইমাম (২৪) ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের ছইফ আলীর ছেলে। তার সাথে আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী অপর যুবক পারিস আহমদ।
স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লাকি ও পারিস ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান।
বিডি প্রতিদিন/এএম