সিলেটে শপিং ব্যাগ তল্লাশি করে প্রায় চার হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এনাম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক এনাম উদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি পূর্ব গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে এনাম উদ্দিনকে আটক করে তল্লাশি করা হয়। তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল