শিল্পাঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ময়নুল আবেদিন, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিন যাবৎ নানা বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
১৯৪৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিনের বিয়ে হয়। এরপর ১৯৭৬ সালে মারা যান জয়নুল আবেদিন। সেই থেকে শিল্পাচার্যের স্মৃতিবিজড়িত বাড়িতেই ছিলেন আবেদিন। ১৯৭৬ সালে জয়নুল আবেদিন চলে যাওয়ার পর ৪৯ বছর পাড়ি দিয়েছেন একা।
বিডি প্রতিদিন/আরাফাত